বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। জানা গেছে অধিকাংশ বিদেশি চিকিৎসক চীনের নাগরিক।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। তবে বিদেশি চিকিৎসকদের বিষয়ে বিএনপি মিডিয়া সেল কিংবা দলের পক্ষ থেকে এখনও গণমাধ্যমকে কোন তথ্য জানানো হয়নি।
জানা গেছে, এই বিদেশি চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড মনে করছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন আছে।
এর আগে দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিউ থেকে আইসিউ, এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট - যাই বলেন। আমি এগুলোর বাইরে বলব যে, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন।
আই/এ