জাতীয়

জাতীয় নির্বাচনের প্রস্তুতি: ঢাকায় চলছে মক ভোটিং

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীতে ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এই ভোট মহড়া শুরু হয়। ভোটিং চলবে দুপুর ১২টা পর্যন্ত। নারী–পুরুষ মিলিয়ে মোট ৫১০ জন ভোটার মক ভোটিংয়ে অংশ নিতে পারবেন।

সকাল ৮টায় কেন্দ্র পরিদর্শনে এসে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “যেহেতু জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, তাই পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে আমরা আগেই অভিজ্ঞতা ঝালাই করে নিতে চাই।”

ইসির তথ্য মতে, বাস্তব নির্বাচনের মতোই এখানে পূর্ণাঙ্গ ভোটগ্রহণ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট থেকে শুরু করে ভোটার—সবই নির্বাচনী নিয়ম অনুযায়ী উপস্থিত রয়েছেন। ভোটাররা লাইনে দাঁড়িয়ে ব্যালট পেপারে ভোট দিচ্ছেন, তবে পেপারে কোনো প্রার্থী, দল বা প্রতীকের নাম নেই।

ভোটগ্রহণ থেকে ফলাফল প্রকাশ—সব আনুষ্ঠানিকতাই এই মহড়ায় পরীক্ষা করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন।

উল্লেখ্য, জাতীয় নির্বাচন ও গণভোটের সামগ্রিক প্রস্তুতি যাচাই করতে ঢাকায় এই মক ভোটিং আয়োজন করেছে নির্বাচন কমিশন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন #রাজধানী #ইসি #নির্বাচন কমিশন #গণভোট