ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ফার্মেসিতে যুবলীগের এক নেতার স্ত্রী ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে হুমকি দিয়েছেন—এমন অভিযোগ উঠেছে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বুধবার (২৬ নভেম্বর) রাতে সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন কুমারশীল মোড়ের মিনহাজ ফার্মেসির মালিক মো. কাউসার।
অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউসার ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন রাজনৈতিক মামলায় আসামি হওয়ার পর পলাতক হন। এ সময় প্রথম স্ত্রী লিজা আক্তারকে রেখে তিনি গোপনে দ্বিতীয় বিয়ে করেন। দীর্ঘদিন বিষয়টি গোপন থাকলেও সম্প্রতি দ্বিতীয় স্ত্রীর সন্তান জন্মের পর ঘটনা প্রকাশ্যে আসে। এরপর থেকেই লিজা আক্তার স্বামীর দ্বিতীয় স্ত্রীর অবস্থান জানতে চেষ্টা চালিয়ে আসছেন।
২৩ নভেম্বর সন্ধ্যায় লিজা আক্তার খবর পান যে আবু কাউসারের দ্বিতীয় স্ত্রীর ভাই মিনহাজ ফার্মেসিতে চাকরি করেন। ওই দিন তিনি ফার্মেসিতে গিয়ে তাকে খুঁজলেও পাননি।
জানা যায়, এরপরই তিনি দোকানে থাকা কর্মীদের সামনে ভ্যানিটি ব্যাগ থেকে একটি পিস্তল বের করে হত্যার হুমকি দেন। পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে এবং দ্রুত এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ফার্মেসির মালিক মো. কাউসার বলেন, “দোকানে এসে তিনি দ্বিতীয় স্ত্রীর ভাইকে না পেয়ে আমাকে ও আমার স্টাফদের গুলি করার হুমকি দেন। এরপরই আমি থানায় লিখিত অভিযোগ করেছি।”
এ বিষয়ে সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, “ঘটনার তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। বর্তমানে আমি ট্রেনিংয়ে আছি। আগামীকাল ফিরে তদন্ত শুরু করবো।”
এমএ//