দেশজুড়ে

শীতের চাদরে মোড়া তেঁতুলিয়া, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

বায়ান্ন প্রতিবেদন

হিমালয়ের পাদদেশের নীরব প্রহরী পঞ্চগড় যেন দিন দুয়েক ধরে শীতের আলতো ছোঁয়ায় ধীরে ধীরে রূপ বদলাচ্ছে। রাতের আঁধার ঘনিয়ে এলে কুয়াশা জমে ওঠে মাঠে, ভোরের প্রথম আলো ভেদ করে বইতে থাকে বরফ-শীতল বাতাস। আকাশে রোদ উঠলেও সেই শরীর-কাঁপানো শীত যেন গাছের পাতায়, মানুষের নিঃশ্বাসে থেকে যায়—অদৃশ্য কোনো জাদুর মতো।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড করা হয়েছে এই মৌসুমের অন্যতম কম তাপমাত্রা—১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা প্রায় ৯৯ শতাংশ ছুঁয়েছে, আর উত্তর দিক দিয়ে বয়ে যাওয়া হিমেল হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৭–৮ কিলোমিটার। ভোরে কাঁপুনি ধরানো ঠান্ডা থাকলেও সকাল গড়ালে আকাশ পরিষ্কার হয়ে ঝলমলে রোদ মিলেছে। তবু দিনের উষ্ণতা আর রাতের ঠান্ডার এই বড় ফারাক শীতের অনুভূতিকে আরও তীক্ষ্ণ করেছে।

এর আগের দিন সোমবার একই সময়ে তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর রোববার নেমে গিয়েছিল ১২ দশমিক ৬ ডিগ্রিতে। সোমবার সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে; তারও আগের দিন তা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি। এই বৈপরীত্যই পঞ্চগড়ের শীতকে যেন আরও ধারালো করে তুলছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, ডিসেম্বরের শুরুতেই শীত আরও ঘনাবে, আর সামনে শৈতপ্রবাহের ইঙ্গিতও রয়েছে। অর্থাৎ পঞ্চগড়ের মানুষকে এখনই প্রস্তুত হতে হবে এক দীর্ঘ, কনকনে শীতের গল্পের জন্য।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #হিমালয় #পঞ্চগড় #শীত