আফগানিস্তানের খোস্ত প্রদেশে একটি বাড়িতে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় নারীও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে আফগান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুজাহিদ বলেন, “গত রাতে খোস্ত প্রদেশের গেরবজও জেলায় রাত ১২টায় পাকিস্তানি আগ্রাসী বাহিনী স্থানীয় বেসামরিক বাসিন্দা উইলায়াত খানের বাড়িতে বোমা হামলা চালায়। এতে ৯ শিশু (৫ ছেলে এবং ৪ মেয়ে) এবং এক নারী নিহত হয়েছেন এবং তাদের বাড়ি ধ্বংস হয়েছে।” পোস্টটির সঙ্গে নিহতদের ছবিও যুক্ত ছিল।
তিনি বলেন, এর পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও আরও কয়েকটি বিমান হামলা হয়েছে। সেখানে অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
পাকিস্তানের পেশোয়ারে জোড়া আত্মঘাতী বোমা হামলায় তিনজন আধাসামরিক সদস্য নিহত হওয়ার একদিন পর এই হামলার ঘটনা ঘটলো।
আই/এ