আবহাওয়া

২৪ ঘণ্টার মধ্যে সাগরে নতুন লঘুচাপের ছায়া

বায়ান্ন প্রতিবেদন

দক্ষিণের সমুদ্র যেন নীরবে ফিসফিস করে উঠেছে। আন্দামান সাগরের বুকে হঠাৎই জন্ম নিয়েছে এক সুস্পষ্ট লঘুচাপ—সমুদ্রের ওপর ভেসে থাকা এই চাপ যেন ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। পশ্চিম-উত্তরপশ্চিম মুখে তার অগ্রযাত্রা, আর সামনে আরও ঘণীভূত হতে পারে—এমনই সতর্কতা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৪ নভেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের পূর্বাভাসে উঠে এসেছে এই নীরব সমুদ্র-পরিবর্তনের খবর।

কিন্তু গল্প এখানেই শেষ নয়। সাগর যেন আরেকটি ধাক্কার প্রস্তুতিও নিচ্ছে। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরও একটি নতুন লঘুচাপ তৈরি হতে পারে। অর্থাৎ সাগরে লঘুচাপের সংখ্যা বাড়ার ইঙ্গিত মিলছে—যা বিশেষ নজরদারির দাবি রাখে।

সমুদ্রের ভেতর চাপের এই ওঠা-নামার মাঝেও দেশের আকাশ তুলনামূলক শান্ত। অধিদপ্তর বলছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ভোরের দিকে কোথাও কোথাও নরম কুয়াশার পর্দা নামতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনাও রয়েছে।

আগামীকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই থেকে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সাগরে লঘুচাপের গতিবিধি থাকলেও, ভূমির ওপরে দেশের আকাশ আপাতত শান্ত ও শুষ্ক, ভোরের আকাশে হালকা কুয়াশা বিরাজ করছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #লঘুচাপ #আবহাওয়া #সমুদ্র