দেশজুড়ে

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ভোরের আলো ফোটার আগেই পঞ্চগড় যেন এক অদৃশ্য শীতের চাদরে ঢেকে যায়। উত্তরের হিমেল বাতাস কেবল গায়ে নয়, কাঁপুনি ধরায় চারপাশের নিস্তব্ধতাতেও। শীতের এই আগমন-বার্তা ভোর থেকে সকাল পর্যন্ত আরও তীব্র হয়ে উঠছে দেশের সর্ব উত্তরের এই জেলায়।

সোমবার (২৪ নভেম্বর) তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে, আর বাতাসে আর্দ্রতা ছুঁয়েছে ৯৭ শতাংশ। ভোরের কনকনে ঠান্ডায় রাস্তাঘাট প্রায় জনশূন্য থাকে। সূর্য উঠার পর খানিকটা উষ্ণতা মিললেও শীতের কামড় তখনও বেশ স্পষ্ট অনুভব হয়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, গত সপ্তাহজুড়ে তাপমাত্রা ঘোরাফেরা করেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রোববার (২৩ নভেম্বর) রেকর্ড হয় ১২ দশমিক ৬ ডিগ্রি, তার আগের দিনগুলোতে পর্যায়ক্রমে শনিবার ১৪ দশমিক ৭, শুক্রবার ১৪ দশমিক ৯, বৃহস্পতিবার ১৩ দশমিক ৯, বুধবার ১৪ দশমিক ৩, মঙ্গলবার ১৪ দশমিক ৬ এবং সোমবার ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিভুক্ত হয়েছে।

শীতের আগ্রাসন জনস্বাস্থ্যে প্রভাব ফেলতে শুরু করেছে। হাসপাতালে বেড়েছে সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। 

স্থানীয়রাও শীতের পরিবর্তিত আচরণ টের পাচ্ছেন। দিনের রোদে কিছুটা আরাম থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ঠান্ডা হঠাৎ বেড়ে যায়।

হাড়িভাসা এলাকার কৃষক জানিয়েছেন, কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেশ বেড়ে গেছে এবং সকালে মাঠে কাজ করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

চাকলাহাটের ভ্যানচালকরা জানাচ্ছেন, কুয়াশা না থাকলেও শীত বেশ অনুভূত হচ্ছে, যা ভ্যান চালাতে তাদের জন্য সমস্যা সৃষ্টি করছে। শীতের কারণে যাত্রীও পাওয়া যাচ্ছে না।

আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গেই শীতের দাপট বাড়তে থাকে, আর সূর্য উঠলেই তাপমাত্রা দ্রুত ওপরে ওঠে। সোমবার ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তার মতে, মাসের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে জেলা প্রশাসনও তৎপর। পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সাইমুজ্জামান জানান, শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে এবং সরকারিভাবে ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর পক্ষ থেকেও সহায়তার উদ্যোগ চলছে।

উত্তরের এই শীত যেন ধীরে ধীরে ঋতুর কবিতা হয়ে উঠছে—তীব্র, স্পর্শকাতর, আর মানুষের জীবনে প্রতিদিন নতুন গল্প যোগ করছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শীত #হিমেল বাতাস #পঞ্চগড়