জাতীয়

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাকে গার্ড অব অনারও প্রদান করা হয়। এরপর শেরিং তোবগে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম আগেই জানিয়েছিলেন, সফরের প্রথম দিনই ভুটানের প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে তার একান্ত বৈঠক ও দুই দেশের প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে।

দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, টেলিযোগাযোগ, পর্যটন, শিল্প, সংস্কৃতি, যুব ও ক্রীড়া সহ বিভিন্ন সহযোগিতা ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ঢাকা অবস্থানকালে শেরিং তোবগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী সোমবার সকালে তিনি ঢাকায় থেকে থিম্পুর উদ্দেশে রওনা দেবেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভুটান #শেরিং তোবগে #শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর #ভুটানের প্রধানমন্ত্রী