সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জাতির বীর শহিদদের স্মরণে রাজধানীর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) সকালে তারা একে একে শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও শহিদদের প্রতি সম্মান জানান। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
দেশের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিনের শুরুতে সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে দেশের শান্তি, অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে শহিদ সশস্ত্র বাহিনীর সদস্যদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দিবসটি ঘিরে আজ বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রধান, বিচারপতি, সচিব, তিন বাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা, বীরশ্রেষ্ঠদের পরিবার, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বিডিআর ট্র্যাজেডিতে নিহত সেনা সদস্যদের পরিবার, বিশিষ্ট নাগরিক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।