দেশজুড়ে

১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন

সিরাজগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন।

আগামী ৬ ডিসেম্বরের এই বহুল প্রত্যাশিত নির্বাচনে প্রেসিডেন্ট পদে এখন পর্যন্ত প্রচারণায় এগিয়ে আছেন বর্তমান সভাপতি মো. সাইদুর রহমান বাচ্চু।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু দীর্ঘদিন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট এবং পরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে ব্যবসায়ীদের কাছে  গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত হয়েছেন। ব্যবসায়ীদের দাবিস্থানীয় শিল্প, বাণিজ্য, রফতানি সম্ভাবনা ও বাজার সম্প্রসারণে তাঁর ভূমিকা প্রশংসনীয়।

ব্যবসায়ীরা জানান, সংকট ও অস্থিরতার সময় তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং ব্যবসায়ী সমাজকে সুরক্ষা দিয়েছেন। দীর্ঘ ১১ বছর পরের এই নির্বাচনে তাঁকেই আবার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান তারা

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ