দেশজুড়ে

‘যমুনা’ নামে নতুন উপজেলার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর চরাঞ্চলে বসবাসকারী মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও দুর্ভোগের কথা তুলে ধরে যমুনানামে নতুন উপজেলা গঠনের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের শহীদ নাজমুল প্রেসক্লাব চত্ত্বরে ছয়টি ইউনিয়নের শত শত মানুষ, ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।

যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’–এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগরএই ছয় ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা ঘোষণার দাবি পুনরায় জোরদার করা হয়। পরে দাবিনামাসহ একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও নাটুয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল কাদের। সংহতি জানিয়ে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও কণ্ঠশিল্পী কনক চাপা, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজাসহ আরও অনেকে।

আবদুল কাদের বলেন, যমুনা নদীর বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষ বহুদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত। নদীপথের দুর্ভোগে আমরা উন্নয়ন থেকে পিছিয়ে আছি। মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে নতুন উপজেলা গঠন এখন সময়ের দাবি।

বক্তারা জানান, যমুনার পূর্ব পাড়ের এই ছয় ইউনিয়নে প্রায় দুই লাখ মানুষের বসবাস। উপজেলা সদরে যেতে তাদের ১৫ কিলোমিটার নদীপথ অতিক্রম করতে হয়। এতে সময় ও খরচ বাড়ে, প্রশাসনিক সেবাও অনিশ্চিত হয়ে পড়ে। নতুন উপজেলা হলে এই বৈষম্য কমবে বলে তারা দাবি করেন।

বক্তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এ বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #যমুনা