সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকায় এক স্কুল শিক্ষকের সঙ্গে দশম শ্রেণির ছাত্রীর প্রেম ও গোপন বিয়ের অভিযোগের উঠেছে।
বুধবার (১৯ নভেম্বর) রাতে অভিযুক্ত শিক্ষক মনোয়ারের স্ত্রী শামীমা জাহান তারাশ থানায় একটি মামলা করেছেন। তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায় , মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মনোয়ার হোসেন (শোলাপাড়া গ্রামের বাসিন্দা) দীর্ঘদিন ধরে শোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ছাত্রীর গ্রামের বাড়ি খুটিগাছা এলাকায় গোপনে যাতায়াতও ছিল তার।
গেলো ১৮ নভেম্বর বিষয়টির টানাপোড়েন চরমে ওঠে। শিক্ষক মনোয়ারের স্ত্রী শামীমা জাহান খবর পেয়ে খুটিগাছার তালপুকুরপাড়ে সাদিয়ার বাড়িতে হাজির হন। সেখানে তিনি স্বামী মনোয়ার এবং ওই ছাত্রীকে একই কক্ষে একসঙ্গে অবস্থান করতে দেখে জানতে চান কী ঘটছে।
তখন শামীমার ওপর উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠেন মনোয়ার হোসেন ও সাদিয়ার পরিবারের কয়েকজন সদস্য। তারা শামীমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকিও দেন। পরে জোর করে তাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
শামীমা জাহান বলেন, “আমার স্বামী আগেও একই স্কুলের এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছিলেন। সামাজিক মর্যাদার কথা ভেবে এত দিন চুপ থেকেছি, তাকে বুঝিয়ে ভালো পথে ফেরাতে চেয়েছি। কিন্তু এবার সীমা ছাড়িয়ে গেছে। তাই আইনের দ্বারস্থ হয়েছি। আমি সঠিক তদন্ত ও ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে শিক্ষক মনোয়ার হোসেন কোনো ধরনের বিয়ের ঘটনা অস্বীকার করে বলেন, “আপনারা তো নিউজ করেই ফেলেছেন, এখন আর কী বলব?”
ওসি মো. জিয়াউর রহমান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ