ককটেল বিস্ফোরণ বা হামলার মাধ্যমে পুলিশের মনোবল দুর্বল করার চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বলেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সতর্কতা দেন।
মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, এই হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন, যা বাহিনীর মনোবলে নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি স্পষ্টভাবে জানান—এ ধরনের আক্রমণ অব্যাহত থাকলে কঠোর ব্যবস্থা ছাড়া আর কোনো পথ থাকবে না।
ডিএমপি কমিশনার আরও উল্লেখ করেন, পরিস্থিতি এমনভাবে চলতে থাকলে সাধারণ মানুষকেও নিজেদের ঘরবাড়ি রক্ষায় প্রস্তুত থাকতে হবে।
গুলির নির্দেশনার বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, এটা পুলিশ কমিশনারের নির্দেশনা নয়; এটা দেশের আইন। আইন আমি বানাই না- পার্লামেন্ট বানায়। আপনারা আইনটা দেখেন। পুলিশের কাজে আইনেই যা বলা আছে, আমি শুধু সেটাই অনুসরণের নির্দেশ দিয়েছি।
তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, অরাজকতা ঠেকানোর সময়ে পুলিশ সদস্যদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, ‘আমি অনুরোধ করব- আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না।‘
এমএ//