দেশজুড়ে

শেখ হাসিনার ফাঁসির রায়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির উল্লাস

সিরাজগঞ্জ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসি রায় ঘোষণার পর উল্লাসে ফেটে পড়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

সোমবার (১৭ নভেম্বর) আদালতের রায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ইবি রোডের দলীয় কার্যালয়ে জমায়েত হওয়া নেতাকর্মীরা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

রায় ঘোষণার পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,“এই সিরাজগঞ্জের ১৫ জন শহীদ হয়েছেন সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার নির্দেশে। শেখ হাসিনা ও কামালের মতো তাকেও বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি কার্যকর করতে হবে। জনগণ তা-ই চায়।

বাচ্চুর বক্তব্যের পর কার্যালয়জুড়ে মুন্নার বিচার চাই’, ‘দ্রুত ফাঁসি চাই’—এমন স্লোগানে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিনের সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিডি শামীম খান, হারুন-অর-রশিদ খান হাসান, যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের দাবিজুলাই অভ্যুত্থানে যারা মানুষ হত্যা ও দমন-পীড়নের নির্দেশ দিয়েছিল, দল-মত নির্বিশেষে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ