পটুয়াখালীতে অনাহারে থাকা ও অসুস্থ বৃদ্ধ আব্দুল গনি ও বৃদ্ধা মমতাজ বেগম দম্পতির পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে মানবিক সহায়তা নিয়ে ছুটে এসেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের আবাসন প্রকল্পে বসবাসরত অসহায় এ পরিবারটির হাতে তিনি নগদ অর্থ সহায়তা তুলে দেন।
দীর্ঘদিন না খেয়ে অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছিলেন নদী ভাঙনে বাড়িঘর হারানো অসহায় বৃদ্ধ আব্দুল গনি ও মমতাজ। এ বিষয়ে স্থানীয় একটি গণমাধ্যমে সংবাদ প্রচার হলে তা দৃষ্টিগোচর হয় তারেক রহমানের। পরে তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সেখানে পাঠিয়ে পরিবারটির খোঁজখবর নেন এবং চিকিৎসা সহায়তা দিয়ে পরিবারটির দায়িত্ব গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় আজ ‘আমরা বিএনপি পরিবার' নামের একটি সংগঠনের মাধ্যমে এ সহায়তা দেয়া হয়।
বৃদ্ধ আব্দুল গনি বলেন,তাদের দেখার মতো কেউ নেই। খুব কষ্টে না খেয়ে ৬-৭ দিনও থেকেছেন। তাদের কষ্ট দেখে তারেক রহমান সাহায্য করেছেন। তারা তারেক জিয়ার জন্য দোয়া করবেন।
রুহুল কবির রিজভী বলেন, শত শত মাইল দূরে বসেও তারেক রহমান দেশের মানুষকে নিয়ে ভাবেন। তার নির্দেশে আজ পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে তারা এসেছেন। পরিবারটির দুরবস্থা দেখে তাদেরও খুবই কষ্ট লেগেছে। তাদের সহযোগিতা করতে পেরে ভালো লাগছে।
‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের কেন্দ্রীয় সদস্য ছাড়াও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আই/এ