মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর এলাকায় সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (১৬ নভেম্বর) ভোরে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মীর গোলাম ফারুকের নেতৃত্বে নেতাকর্মীরা ভোরেই মহাসড়কে অবস্থান নেন। এরপর সড়কের বিভিন্ন অংশে গাছ ফেলে এবং টায়ারে আগুন দিয়ে রাস্তাটি পুরোপুরি অচল করে দেওয়া হয়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর দক্ষিণাঞ্চল অচল করে দেওয়া হবে।
হঠাৎ সড়ক বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েন যাত্রী, চালক এবং স্থানীয়রা। দীর্ঘ সময় আটকে থাকায় যাত্রাপথে সৃষ্টি হয় ভোগান্তি।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে সড়ক সচল করার চেষ্টা শুরু করে।
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মামুন আল রশিদ গণমাধ্যমকে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অবরোধকারীরা সরে পড়ে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।
এমএ//