রাজধানীর নিউ ইস্কাটন রোডে ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আবদুল বাসির (৫০) নামের এক পথচারী আহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আহত আবদুল বাসির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। প্রতিদিনের মতো হেঁটে বাংলামোটরের অফিসে যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে তিনি আহত হন। তাঁর পা ও হাতে জখম হয়েছে। তিনি ধারণা করছেন, পাশের উড়ালসড়ক থেকে ককটেলটি ছুঁড়ে মারা হতে পারে।
সম্প্রতি আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি এবং ৭ নভেম্বরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে এই উত্তেজনা বেড়েছে। আগামীকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ মামলার রায় ঘোষণা করবে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা সক্রিয় রয়েছে।
এমএ//