চট্টগ্রামে মো. একরাম নামের এক ব্যবসায়ীকে মেরে ফেলার হুমকি দিয়েছে ‘সন্ত্রাসী’ মোহাম্মদ রায়হান। চট্রগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের তথ্য পুলিশকে দেয়ায় এর আগেও বড় সাজ্জাদ তাকে হত্যার হুমকি দেয়। সে ঘটনায় দায়ের করা মামলা তুলে নেয়ার জন্য সন্ত্রাসী রায়হান আবারও হুমকি দেয়।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে একটি বিদেশী নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় ব্যবসায়ী একরামকে এ হুমকি দেয়া হয়। আজ শনিবার (১৫ নভেম্বর) এ নিয়ে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. একরাম বলেন, ‘গতকাল শুক্রবার রাত ৮টার সময় একটি বিদেশি নম্বর থেকে ফোন আসে। রিসিভ করার পর বুঝতে পারি, সন্ত্রাসী রায়হানের কল। তিনি আমাকে খুন করার হুমকি দিয়েছেন। পুলিশকে বিষয়টি জানালে পুলিশ সঙ্গে সঙ্গেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে’।
তিনি বলেন, পরে হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তায় রায়হান বলে, ‘অপেক্ষা কর, ওয়েট অ্যান্ড সি। তুকে গুলি করে মারবো না, ব্লেড দিয়ে কুচিয়ে কুচিয়ে মারবো।তর মামলার এক নম্বর আসামি আমি, ধরে রাখ। আমি কতটা খারাপ; যেদিন চোখের সামনে দেখবি, সেদিন বুঝতে পারবি। স্বাগতম মুখে না আওয়াজে হবে।’
একরামের স্ত্রী রুমা আক্তার বলেন, ‘সন্ত্রাসীদের একের পর এক হুমকিতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। রায়হান হুমকি দেওয়ার পর রাতে বিষয়টি পুলিশ কমিশনারকে বলার সঙ্গে সঙ্গে সোয়াত টিমসহ পুলিশের দল বাসার সামনে পাহারায় আসে। ভয়ে আমার স্বামী এখন বাসা থেকে বের হচ্ছেন না। বের হলে সঙ্গে পুলিশ থাকবে বলে জানানো হয়েছে।’
সম্প্রতি চট্রগ্রাম গুলি করে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
আই/এ