পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ শনিবার (১৫ নভেম্ভর) থেকে পুলিশ বাহিনীর সদস্যদের নতুন পোশাকে দেখা যাবে। তবে এখনো পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আপাতত সীমিত পরিসরে তা সরবরাহ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সব সদস্যের জন্য পোশাক তৈরি না হওয়ায় সীমিত পরিসরে কিছু কর্মকর্তাকে নতুন পোশাক দেওয়া হয়েছে। শুরুতে মেট্রোপলিটন ও বিশেষ ইউনিটের সদস্যরা পোশাক পাচ্ছেন। পরে ধাপে ধাপে পুলিশের বাকি সব সদস্যের কাছে পৌঁছে যাবে নতুন পোশাক।
গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা। প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সব মেট্রোপলিটনে নতুন ইউনিফর্ম চালু হচ্ছে। পরে অন্যান্য ইউনিটেও তা চালু করা হবে।
বিগত জুলাই অভ্যুত্থানে নানা কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। তখন দাবি ওঠে পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। পরে নতুন পোশাকের অনুমোদন দেয় অন্তর্বর্তীকালীন সরকার।
এসএইচ//