নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে হামজা চৌধুরীর জোড়া গোলে লিড নিয়েছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ–প্রতি-আক্রমণে জমে ওঠে ম্যাচটি। চতুর্থ মিনিটেই প্রথম কর্নার পায় বাংলাদেশ, তবে জামাল ভূঁইয়ার নেওয়া কর্নার কাজে লাগাতে পারেনি দল। নেপালও কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও তা রুখে দেয় বাংলাদেশের রক্ষণভাগ।
ম্যাচের ২৯ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। আচমকা আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করে রোহিত চাঁদের নিচু শটে এগিয়ে যায় নেপাল (১-০)। বিরতিতে যাওয়ার আগে ফাহিমের হেডে সমতা ফেরানোর সুযোগ এলেও সেটি গোলকিপারের হাতে চলে যায়।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই বদলে যায় বাংলাদেশের খেলা। শুরুতেই দারুণ এক বাইসাইকেল কিকে গোল করে দলকে সমতায় ফেরান হামজা চৌধুরী। কয়েক মিনিট পর পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন এই মিডফিল্ডার।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে রয়েছে নেপালের বিপক্ষে।
এমএ//