রাজনীতি

নির্বাচন পিছিয়ে গেলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে : নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আলাদাভাবে আয়োজনের কোনও বাস্তবতা এই মুহূর্তে নেই। নির্বাচনের আগে গণভোট সম্ভব নয়। কোনও কারণে যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে দেশ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। আমরা চাই যেকোনও মূল্যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হোক।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে গণঅধিকার পরিষদের নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন

নুর বলেন, যেকোনও মূল্যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হোকবর্তমান সময়ে কারও সঙ্গে জোট করা বা একীভূত হওয়ার সুযোগ নেই। তবে ইতোমধ্যে অনেক রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, এনসিপি থেকেও কিছু নেতৃবৃন্দ তাদের সঙ্গে আসবে। এ ছাড়া জুলাই সনদ নিয়ে কোনও জটিলতা নেই। আওয়ামী লীগের যারা জুলাই আন্দোলনের বিরুদ্ধে ছিলেন না বা ছাত্র-জনতার ওপর হামলা-মামলায় জড়িত ছিলেন না, তারা চাইলে বিভিন্ন দলে যোগ দিতে পারবেন।

তিনি আরও বলেন,  দেশের মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তনে নেতৃত্ব দিতেই তারা নির্বাচনমুখী রাজনীতিতে অংশ নিচ্ছেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নুরুল হক নুর