অর্থনীতি

অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামোর রূপরেখা দিয়ে যাবে : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন,  অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামোর রূপরেখা দিয়ে যাবেপরবর্তী সরকার বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পে কমিশনের কাজটা কিন্তু অত্যন্ত জটিল। তারা স্বাধীনভাবে কাজ করবে। ওখানে অর্থ মন্ত্রনালয়ের কোন রকম ভূমিকা নাই। পে কমিশন থেকে তিনটা রিপোর্ট পাওয়ার পরে, ওটাকে আবার কনসিস্টেন্ট লাগবে। সে জন্য এ সরকারের সময়ে এটি করা যাবে কি না সেট অনিশ্চিত।   কারণ তিনটা রিপোর্ট দেখে ওটাকে আবার একত্রিত করতে হবে। এর পরে প্রশাসনিক কতগুলো প্রসেস আছে। সচিব কমিটি আছে ওনারা দেখবে। তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয় দেখবে

সরকারি কর্মচারীদের মধ্যে বিষয়টি নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, , এটাতে ক্ষোভের সৃষ্টি হওয়া অপ্রত্যাশিত। এ সরকারই নতুন পে কমিশনের উদ্যোগ নিয়েছে৮ বছর তারা অপেক্ষা করতে পেরেছেবর্তমান সরকার ১২ মাসে একটা চেষ্টা করছে।  এটা একটু ধৈর্য ধরতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বরং এ সরকারকে ধন্যবাদ দেয়া উচিৎ।

তিনি আরও বলেন, তিনটা বিশেষ ধরনের পে-স্কেল আছে, এটা রিকনসাল করেব। অর্থের সংস্থান আছে, এখন যদি মনে করে যে যেই পে-স্কেল আছে সেই পে-স্কেল যদি আমরা বলে দেই ওটাই থাকবে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। এখানে বাজেটের ব্যাপার আছে তো। পে-স্কেল ছাড়াও তো  স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে অন্যান্য উন্নয়ন ব্যয় আছে সেগুলো তো দেখতে হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #অর্থ উপদেষ্টা