রাজধানী

ধানমন্ডি ৩২ এ নিরাপত্তা জোরদার, সড়কে পুলিশের ব্যারিকেড

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টার পর থেকে ওই সড়কে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেয়া হয়। সড়কের প্রবেশমুখে ব্যারিকেড বসিয়ে টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়রা জানান, সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় চলাচল স্বাভাবিক ছিল। তবে সন্ধ্যার পরে পুলিশ সড়ক থেকে সাধারণ মানুষদের সরিয়ে দিয়ে প্রবেশ নিয়ন্ত্রণে নেয়। তাদের ধারণা, ১৩ নভেম্বর ঢাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে সামনে রেখে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, ‘শুধু ৩২ নম্বর নয়, পুরো ধানমন্ডি এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে।’

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #ধানমন্ডি ৩২ #ব্যারিকেড #পুলিশ