দেশজুড়ে

খাটে স্ত্রী, মেঝেতে পড়ে ছিলো স্বামীর মরদেহ

পটুয়াখালী প্রতিনিধি

ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেনসিরাজউদ্দিন খান (৭৫) ও আকলিমা বেগম (৬৫)। সিরাজউদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ রয়েছে। আকলিমার শরীরেও রক্তাক্ত চিহ্ন রয়েছে, তিনি সিরাজউদ্দিনের ৩য় স্ত্রী ছিলেন। সিরাজউদ্দিন আন্ধারমানিক নদীতে খেয়া নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে পুলিশ জানিয়েছেন

মঙ্গলবার (১১ নভেম্বর) কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন

স্থানীয় বাসিন্দা বাদল তালুকদার জানান, ভোরে মসজিদে গিয়ে সিরাজউদ্দিনকে না দেখে তিনি তার বাড়িতে খোঁজ নেন। সেখানে গিয়ে দেখতে পান সিরাজউদ্দিন মাটিতে এবং তার স্ত্রী খাটে পড়ে আছেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ওসি মাহমুদ হাসান জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যু রহস্য উদঘাটনে সিআইডি টিম এরই মধ্যে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পটুয়াখালী