এশিয়া

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩, রেড এলার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছেন। ঘটনার পর পুরো দিল্লী জুড়ে পুলিশ রেড এলার্ট জারি করেছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬ টা ৫২ মিনিটে দিল্লির লাল কেল্লা মেট্রোস্টেশনের ১ নম্বর গেটের সামনে ট্রাফিক সিগন্যালে এ ঘটনা ঘটে। দিল্লি পুলিশ কমিশনার সতিশ গোলচা ভারতীয় গণমাধ্যমক এনডিটিভিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, লাল কেল্লা ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো একটি গাড়িতে এ বিস্ফোরণ ঘটে। ভেতরে তখন একজন চালক ছিলো। বিস্ফোরণের জেরে আশপাশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। সরকারের সবগুলো এজেন্সি পরিস্থিতিতে নজর রাখছে।

এক প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে জানান, বিস্ফোরণের জেরে একজনের শরীর পুরোপুরি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। তিনি রাস্তায় একটি বিচ্ছিন্ন হওয়া হাত পড়ে থাকতে দেখেন। বিস্ফোরণের জেরে কমপক্ষে ২২ টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এটি খুবই শক্তিশালী বিস্ফোরণ ছিলো। ফায়ার সার্ভিসের ২০ টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।

দিল্লি ফায়ার সার্ভিসের উপ প্রধান এ কে মালিক জানান, ঘটনার পর প্রথমে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট পাঠানো হয়। পুরো এলাকার আগুন নেভাতে তাদের ৩৭ মিনিট সময় লাগে।

এদিকে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে,  নয়াদিল্লিতে বিস্ফোরণের পর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  এবং দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন । ঘটনার পর থেকেই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন তিনি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #দিল্লি