নভেম্বরের শুরুতেই শীতের ছোঁয়া অনুভূত হতে শুরু করেছে দেশের কিছু অঞ্চলে। রাতের আকাশে কুয়াশার পরত জড়াতে শুরু করেছে, আর দিনের উজ্জ্বল আলো ছড়িয়ে পড়লেও, রাতে শীতের কনকনে বাতাস জানিয়ে দিচ্ছে—শীত আসছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে দেশের ১৭টি জেলার কিছু জায়গায় রাতের তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানাচ্ছে, আজ রাত (০৯ নভেম্বর) থেকে আগামী ১৪ অথবা ১৫ নভেম্বর পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, জামালপুর এবং এসব এলাকার পার্শ্ববর্তী কিছু স্থানে রাতের তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে যেতে পারে।
এছাড়া, এই সময়ে দেশের অন্যান্য স্থানে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। তবে দিনের বেলাতে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যার ফলে দিন শেষে গরম অনুভূত হলেও রাতের শীত টের পাওয়া যাবে।
বিডব্লিউওটি আরো সতর্ক করে বলেছে, ঠান্ডা আর গরমের এই পার্থক্যের কারণে ঠান্ডাজনিত অসুস্থতায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য সর্দি-কাশি, শ্বাসকষ্ট কিংবা নিউমোনিয়ার মতো রোগের আশঙ্কা বাড়তে পারে।
এজন্য বিশেষভাবে শীতকালীন স্বাস্থ্য সচেতনতায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। আর শীতের সাথে নিজেকে মানিয়ে নিতে, গরম কাপড়ের ব্যবহার বাড়ানোর পাশাপাশি সুষম খাবার খাওয়া এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেয়া হয়েছে।
এসি//