দেশজুড়ে

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (০৭ নভেম্বর) ভোর সোয়া ছয়টার দিকে উপজেলার বড্ডাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, যশোর থেকে মালবোঝাই একটি ট্রাক হবিগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কে যানজট থাকায় ট্রাকটি বিকল্প রুট হিসেবে সরাইল-নাসিরনগর-লাখাই সড়ক ব্যবহার করছিল। পথে বড্ডাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া #দুর্ঘটনা #সড়ক দুর্ঘটনা