দেশজুড়ে

প্রান্তিক পর্যায়ের ৭৩৩০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে ফসলের বীজ ও সার

পঞ্চগড় প্রতিনিধি

সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় পঞ্চগড়ে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের রবি ও খরিপ-১ মৌসুমে মোট ৭ হাজার ৩৩০ জন কৃষক এই সহায়তা পাচ্ছেন।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবীসহ স্থানীয় কৃষি কর্মকর্তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরকারের এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে সদর উপজেলায় ১ হাজার সরিষা চাষি, ৫ হাজার ৫০০ গম চাষি, ৩০ জন শীতকালীন পেঁয়াজ চাষি এবং ৮০০ জন চিনাবাদাম চাষিকে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে।

কৃষি কর্মকর্তারা জানান, প্রান্তিক কৃষকদের উৎপাদন বাড়াতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা দিচ্ছে। আগামীতেও কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পঞ্চগড় #বীজ বিতরণ #সার বিতরণ