খেলাধুলা

বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (০৪ নভেম্বর) বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে দলগুলোর নাম ঘোষণা করা হয়।

বিসিবি জানিয়েছে, এবার ফ্র্যাঞ্চাইজি পাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুর। এর মধ্যে ঢাকার মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস, রংপুরের টগি স্পোর্টস, রাজশাহীর নাবিল গ্রুপ, চট্টগ্রামের টাইএঙ্গেল স্পোর্টস, আর সিলেটের মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি।

বিপিএলের পুরনো দল খুলনা টাইগার্সের মালিক প্রতিষ্ঠান মাইন্ড ট্রি এবারও আবেদন করলেও দল পায়নি। একইভাবে বরিশালের পক্ষ থেকে আকাশবাড়ী হলিডেজ ফ্র্যাঞ্চাইজি নিতে চাইলেও শেষ পর্যন্ত নির্বাচিত হয়নি।

মোট ১১টি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি পাওয়ার জন্য আবেদন করেছিল, তবে বিসিবির শর্ত পূরণ করতে না পারায় তিনটি প্রতিষ্ঠান বাদ পড়ে। শেষ পর্যন্ত যোগ্যতা অর্জনকারী আটটির মধ্যে পাঁচটিকে বেছে নেওয়া হয়েছে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু জানান, “সব শর্ত পূরণ করতে না পারলে চারটি দল দিয়েও ড্রাফট হতে পারে।” তিনি আরও জানান, আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট, আর টুর্নামেন্ট শুরু হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে।

বিসিবি জানায়, আর্থিক স্বচ্ছতা ও টিম ম্যানেজমেন্টের প্রস্তুতি নিশ্চিত করেই এবারের বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে তারা।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #খেলা #বিপিএক্ল #বাংলাদেশ প্রিমিয়ার লিগ #বিপিএল