গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহত ৩ জনের পরিচয় মিলেছে। নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাছা বুড়িগঞ্জ এলাকার আলেব্বর আলীর ছেলে কাওছার (৩২), একই উপজেলার উত্তরপাড়া শেহালী গ্রামের আক্কাস আলীর ছেলে বুলবুল ও দুপচাচিয়া উপজেলার শাহপাড়া হেরুঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহীনুর ইসলাম (৩১)।
সোমবার (৩ নভেম্বর) এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. তফিজ উদ্দিন বাদী হয়ে ৩০০-৩৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, রোববার রাত আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তিনজন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে ওই ৩ জন রাস্তার পাশের একটি পুকুরে লাফ দেয়।
পরে স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় আনা হয়।
নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আই/এ