দেশজুড়ে

হাসপাতালের নতুন ভবন চালু করতে জামায়াতের ১০ লাখ টাকা অনুদান

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় হাসপাতালের নতুন ভবন বরাদ্দের অভাবে দীর্ঘদিনেও চালু না হওয়ায়,এটি চালু করতে অর্থ সংগ্রহের কাজ শুরু করে পঞ্চগড় জেলা প্রশাসনএই  তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২ নভেম্বর)  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক সাবেত আলীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এ সময় জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময়  তিনি বলেন, খাদ্য সমস্যা সমাধান, শিক্ষা এবং দেশের স্বার্থে দলমত দেখা ঠিক নয়। হাসপাতাল চালু করতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসার দাবিদার। আমাদের এই অনুদান শুধু দলের পরিচিতির জন্য না, এটা মানবিক কাজ

পরে মাওলানা আব্দুল হালিম দলের নেতৃবৃন্দকে নিয়ে হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এর কোন মূল্য নেই। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্যই আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোটের কথা বলছি। গণভোট এবং নির্বাচন দুটোই হতে হবে। একটি হবে একটি হবেনা এটা আমরা মানবোনা

তিনি আরও বলেন, কোন রাজনৈতিক দলের সাথে আমাদের বিরোধ নেই। যে যার মত রাজনৈতিক মতামত পেশ করবে এটাই স্বাভাবিক। আমরা ৮টি দল মিলে গণভোট সহ বিভিন্ন দাবি আদায়ে এক হয়ে আন্দোলন করে যাচ্ছি

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পঞ্চগড় #জামায়াত