কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসে আমন ধান হেলে পড়েছে। গত কয়েক দিনের বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসে উপজেলার শতশত বিঘার জমির আমন ধান মাটিতে হেলে পড়েছে। এতে আমনে ব্যাপক ক্ষতির আশংকা করছেন কৃষকরা। গত তিনদিনের রাতভর বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
রোববার (০২ নভেম্বর) ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন বিষয়টি বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন।
সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলবাড়ী উপজেলার ৬ ইউনিয়ন। নিচু জমিতে আমন ধানের গাছগুলো হেলে পড়েছে। এর মধ্যে আধা পাকা আমন ধানগাছও রয়েছে। এছাড়া যেসব গাছে এখনও ধান আসেনি সেগুলো কেটে গরু-ছাগলের খাবার হিসেবে ব্যবহার করেন অনেকে।

উপজেলা কুরুষাফেরুষা এলাকার কৃষক ধীরেন্দ্র নাথ রায়, আমিনুল ইসলাম ও আবদার আলী বলেন, ঝড়ো হাওয়ার কারণে তাদের প্রত্যেকের এক থেকে দেড় বিঘার জমির ধান হেলে পড়েছে। ওই এলাকার অনেক কৃষকের কাঁচা ধান হেলে পড়েছে। এ নিয়ে তারা সবাই বেশ চিন্তিত হয়ে পড়েছেন।
কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন জানান, এ বছর উপজেলায় কৃষকরা ১১ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমনের চাষাবাদ করেছে। এর মধ্যে ৫ হেক্টর জমিতে আমন ধান ঝড়ো হাওয়ায় হেলে পড়েছে। উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে হেলে পড়া ধানের গাছগুলো তুলে আঁটি বেঁধে দেয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে।
আই/এ