আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আমার লোক, তোমার লোক—কালচার থেকে বিএনপি, জামায়াতকে বের হয়ে আসতে হবে। এনসিপি ও ছোট দলগুলোকেও বের হয়ে আসতে হবে। ছোট দলগুলো বা উদীয়মান দলগুলো এ ব্যাধি থেকে মুক্ত নয়।’
শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, ‘আমার লোক, তোমার লোক—ডেফিনেটলি এটা আওয়ামী লীগ আমলে ভয়াবহ অবস্থায় গিয়েছে। বাংলাদেশে যত খারাপ কাজ, শয়তানি কাজ, সেটা প্রথম আওয়ামী লীগ আমলে শুরু হয়েছে।
তিনি বলেন, সব খারাপ কাজ। গুম বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলেন, হেফাজতে নির্যাতন বলেন, হেফাজতে মৃত্যু বলেন, ভুয়া নির্বাচন বলেন, দলীয়করণ বলেন—সবকিছু শুরু করেছে আওয়ামী লীগ, বাকিরা এর ধারাবাহিকতা বজায় রেখেছে।
পুলিশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি আরও বলেন, পুলিশ সংস্কার কমিশন ও পুলিশের মধ্যে একটি নিবেদিত তদন্ত দল বা সংস্থা গঠন করতে হবে। এর মধ্যে ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে, ১২ ঘণ্টার মধ্যে আটক করা ব্যক্তির স্বজনদের জানাতে হবে। এ ছাড়া গুমসংক্রান্ত আইনে সংশোধন করা হয়েছে, যাতে ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে। এটি না হলে আটকের বিষয়টি গুম হিসেবে গণ্য হবে।
আইজিপি বাহারুল আলম বলেন, ‘রাজনৈতিক নেতারা আমাদের অভিভাবক। তাদেরই আস্থায় রাখতে হবে। উনারা দেশ চালাবেন, কিন্তু কোনও প্রভাব বিস্তার করবেন না—আমরা সেই জায়গায় কবে যেতে পারব? পুলিশকে একটি স্বতন্ত্র বডির আওতায় নিয়ে যান।’
তিনি আরও বলেন, ‘গত দেড়শ বছরে যা হয়নি, পুলিশকে নিজ স্টেশন থেকে পালাতে হয়েছে—এত ঘৃণা কীভাবে তৈরি হলো? গত ১৫ বছরে আমরা কীভাবে ব্যবহৃত হয়েছি, আমাদের আত্মসমালোচনা করতে হবে।’
এই গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা, পুলিশ সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক শাহনাজ হুদা, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির সভাপতি এম আকবর আলী, মানবাধিকারকর্মী নূর খান বক্তব্য দেন।
আই/এ