দেশজুড়ে

র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৮ জন গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এসময় আটজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১ নভেম্বর) ভোরে রায়পুরা থানার সায়দাবাদ চরাঞ্চলে এ অভিযান চালায় র‍্যাব।

র‍্যাব জানায়, রায়পুরার সায়দাবাদসহ আশপাশের চরাঞ্চল দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব এলাকায় একাধিকবার সংঘর্ষ, খুন ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। অপরাধচক্রগুলো ওই দুর্গম চরাঞ্চলে অস্ত্র মজুদ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা ২টি বিদেশি পিস্তল, ৫টি একনলা বন্দুক, ১টি লুইনলা বন্দুক, ২টি এলজি, ১টি পাইপগান, ৩টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—শফিক মিয়া (৩২), মোস্তফা (৩৮), জাহিদ হাসান (১৭), আয়নাল (৩৮), মহিউদ্দিন হৃদয় (২২), বাচ্চু মিয়া (৬২), কালু মিয়া (৬৯) ও বাছেদ (৪০)।

এদের মধ্যে শফিক, মোস্তফা, জাহিদ, বাছেদ ও বাচ্চু মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। এছাড়া বাচ্চু মিয়া ও মহিউদ্দিন হৃদয়ের নামে হত্যা চেষ্টার মামলা আছে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, এলাকায় আধিপত্য বজায় রাখা ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এড়াতে তারা এসব অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নরসিংদী #র‍্যাব