চলন্ত বাসে পোশাক নিয়ে এক তরুণীকে হেনস্তার অভিযোগে হেলপার নিজামুদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযুক্ত ব্যক্তি রমজান পরিবহণের একটি বাসে হেলপারের কাজ করত।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গত ২৭ অক্টোবর দুপুরে ধানমন্ডি-১৫ থেকে রমজান পরিবহনের বাসে বছিলার উদ্দেশে যাত্রা করেন এক নারী শিক্ষার্থী। বাসটি বছিলা মেট্রো হাউজিং এলাকায় পৌঁছালে হেলপার নিজাম উদ্দিন ওই শিক্ষার্থীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। প্রতিবাদ করলে তিনি শিক্ষার্থীকে মারধর করেন। আত্মরক্ষায় ভিকটিম জুতা দিয়ে হেলপারকে প্রহার করেন।
র্যাবের নজরে বিষয়টি আসার পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় মামলা করেছে। নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
গত ২৯ অক্টোবর সিদরাতুল মুনতাহা রহমান নামে এক তরুণীকে বাসে হেনস্তার ঘটনা ঘটে। এ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই হেলপার এক তরুণীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন।
ভুক্তভোগী সিদরাতুল মুনতাহা রহমান আজ ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের পরিচয় জানিয়ে বলেন, ‘আমি ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন’।এ ঘটনার পর প্রশাসন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল। তিনি তাদের সঙ্গে কথা বলেছেন।
আই/এ