আবহাওয়া

ঢাকায় নামতে পারে শীতের আগমনী বৃষ্টি

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

অক্টোবরের শেষভাগ—হালকা ঠান্ডা হাওয়ার সঙ্গে আকাশে জমেছে মেঘের ছায়া। দিনভর রোদের সঙ্গে লুকোচুরি খেলছে মেঘ, আর সন্ধ্যার আগমুহূর্তে ভেসে আসছে বৃষ্টির গন্ধ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের যেকোনো সময় নেমে আসতে পারে ঝিরিঝিরি কিংবা হঠাৎ একফালি বজ্রসহ বৃষ্টি।

দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইবে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আজকের সর্বনিম্ন ২৩ দশমিক ৯ ডিগ্রি। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২১ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪ মিনিটে।

মৌসুম বদলের এই সময়ে রাজধানীর আকাশে বৃষ্টি যেন এক স্বস্তির ইঙ্গিত—গরমের বিদায় আর শীতের মৃদু আগমনী বার্তা নিয়ে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বৃষ্টি #আবহাওয়া #শীত