খেলাধুলা

বার্সা আধিপত্যের অবসান, ঘরের মাঠে রিয়ালের মধুর প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক

এমবাপ্পে - বেলিংহামের গোল উদযাপন। ছবি: সংগৃহীত

এল ক্লাসিকোতে বার্সার আধিপত্য অবশেষে শেষ হলো। রোববার (২৬ অক্টোবর) ২০২৫-২৬ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে স্বাগতিকেরা ২-১ গোলের ব্যবধানে বার্সেলোনাকে পরাজিত করেছে। রিয়ালের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহাম। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন ফারমিন লোপেজ।

গত মৌসুমে লা লিগা ও অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে এল ক্লাসিকোর চারটি ম্যাচের সব কটিই হেরেছিল রিয়াল মাদ্রিদ, যেখানে বার্সার কাছে তারা সবমিলিয়ে ১৬ গোল হজম করেছিল। হ্যান্সি ফ্লিকের বিশেষ কৌশল অফসাইড ফাঁদে পড়ে রিয়ালকে বেশ ভুগতে হয়েছিল। এবারও ম্যাচের ১২ মিনিটে অফসাইডের ফাঁদে পা দিয়ে গোল বঞ্চিত হয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এর মিনিট দশেক পরেই অফসাইডের ফাঁদ এড়িয়ে ম্যাচের ২২ মিনিটে জুড বেলিংহামের দুর্দান্ত পাস থেকে দারুণ এক গোল করে রিয়ালকে ১-০ তে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে।

যদিও ম্যাচের ৩৮ মিনিটে রাশফোর্ডের পাস থেকে বল জালে পাঠিয়ে দলকে সমতায় ফেরান ফারমিন লোপেজ। কিন্তু এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। মাত্র পাঁচ মিনিট পরই ফের এগিয়ে যায় রিয়াল। ম্যাচের ৪৩ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন বেলিংহাম। প্রথমার্ধের যোগ করা সময়ে রিয়াল আবারও অফসাইডের ফাঁদে পড়ে লিড বাড়িয়ে নেয়ার সুযোগ হারায়। শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২ মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে, তার শট আটকে দেন বার্সা গোলরক্ষক শেজনি।

বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি বার্সেলোনা। নির্ধারিত ৯০ মিনিটের পর ৯ মিনিট অতিরিক্ত সময় যোগ করা হলেও বার্সা গোল করতে ব্যর্থ হয়। উল্টো, বাঁশি বাজার আগ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখেন পেদ্রি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা।

লা লিগায় দশম রাউন্ডের খেলা শেষে ৯ জয় ও ১ হারে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭ জয়, ১ ড্র ও ২ হারে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বার্সেলোনা।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #এল ক্লাসিকো #বার্সেলোনা #কিলিয়ান এমবাপ্পে #রিয়াল মাদ্রিদ