ক্যাম্পাস থেকে ভবঘুরে ও মাদকচক্র নির্মূলসহ তিন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা বিশ্ববিদ্যালয়ের ট্রেজার অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে ডাকসুর নেতৃবৃন্দ এসব দাবি জানান।
তাদের তিন দফা দাবি হলো–
১.হল সংসদ ও ডাকসুর অতীতের সব ফান্ডের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করে বাজেট স্বচ্ছভাবে উপস্থাপন করতে হবে।
২. নিরাপদ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে ক্যাম্পাস থেকে টোকাই, ভবঘুরে ও মাদকচক্র নির্মূল করতে হবে এবং জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
৩. গত বছরের ৩ আগস্ট শেখ হাসিনার পক্ষে মিছিলে নেতৃত্বদানকারী ট্রেজারার অফিসে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনসহ ফ্যাসিবাদের দোসর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের নেতৃত্বে রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও করে ডাকসু নেতৃবৃন্দ। পরে ট্রেজারারের অফিসে ডাকসু ফান্ডের হিসাব নিয়ে প্রশাসনের সঙ্গে নেতাদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।
পরে দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।
আই/এ