দেশজুড়ে

বিএনপি নেতাদের দখলে থাকা জলমহাল উন্মুক্ত করে নিলো জেলেরা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপি নেতাদের দখলে থাকা একটি জলমহাল উন্মুক্ত করে নিয়েছে জেলেরা। স্থানীয় জেলেদের অভিযোগচাঁদা ছাড়া তারা নদীতে মাছ ধরতে পারতেন না। এতে জীবিকা নির্বাহে চরম সংকটে পড়ে এলাকাবাসী।

রোববার (২৬ অক্টোবর) সকালে উপজেলার মাইজচর ইউনিয়নের হুমাইপুর এলাকায় ধলেষরী নদীর ওই জলমহালটি শতাধিক নৌকা নিয়ে মিছিল করে জেলেরা দখলমুক্ত ঘোষণা করে।

আজ সকালে থেকেই বিভিন্ন গ্রাম থেকে জেলেরা নৌকা নিয়ে নদীতে জড়ো হতে থাকে। দুপুরের দিকে তারা একসঙ্গে নদীতে নামে এবং উন্মুক্ত... উন্মুক্ত... উন্মুক্ত...স্লোগানে মুখরিত হয়ে জলমহাল উন্মুক্ত ঘোষণা করে। এসময় নদীপাড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

জেলে নির্মল চন্দ্র দাস বলেন, “বছরের পর বছর আমাদের নদী কিছু লোক দখল করে রেখেছিল। আজ আমরা নিজের নদী নিজেরাই ফেরত নিয়েছিএটা আমাদের জীবনের বড় আনন্দ।

জেলে উর্মিত দাস বলেন, “জলমহাল জেলেদের জীবিকার উৎস। কেউ দলের নামে এটা দখল করে রাখবে, সেটা অন্যায়। আজ আমরা ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের জবাব দিয়েছি।

জেলে পলাশ দাস বলেন, “আগে নদীতে নামতে হলে চাঁদা দিতে হতো। আজ আমরা ভয় ছাড়া মাছ ধরতে পারছি, এই স্বাধীনতাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।

জেলে আনন্দ বাবু বলেন, “নদী আমাদের জীবনের অংশ। আজ আমাদের সন্তানদের মুখে হাসি ফিরেছে। এটা যেন স্থায়ী হয়, সেই দাবিই আমাদের।

জেলে ওহেদ মিয়া বলেন, “নদী দখলকারীরা জনগণের শত্রু। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন আর কেউ এই জলমহাল দখল না করতে পারে।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি শান্ত রয়েছে। জেলেদের দাবির বিষয়টি খতিয়ে দেখা হবে এবং যেন পুনরায় দখল না হয় সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে।

বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাহিদ ইসলাম বলেন, জলমহালটি নিয়ে হাইকোর্টের স্থিতাবস্থা (স্টে অর্ডার) রয়েছে। সবাইকে অনুরোধ করবো হাইকোর্টের নির্দেশনা মেনে চলতে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কিশোরগঞ্জ