পুরান ঢাকার বংশালে প্রেমিকার বাসার সিঁড়ি থেকে সজীব (১৯) নামে এক শিক্ষার্থীর গলায় তার প্যাঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আগামাসি লেনের ৯৩/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সজীব স্থানীয় তাজউদ্দিনের ছেলে। তিনি এসএসসি পাস করার পর বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন এবং বর্তমানে বেকার ছিলেন।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল হক জানান, বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চারতলার সিঁড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় জিআই তার প্যাঁচানো অবস্থায় ছিল, যা দেখে হত্যাকাণ্ডের আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, ওই ভবনের একটি মেয়ের সঙ্গে সজীবের প্রেমের সম্পর্ক ছিল। স্থানীয়রা জানান, দুই পরিবারের কেউই এ সম্পর্ক মেনে নেয়নি।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে বাসাটি তালাবদ্ধ, এবং ঘটনার পর থেকে মেয়েটির পরিবার নিখোঁজ।
নিহতের চাচাতো ভাই মো. ইসলাম বলেন, “সজীব শুক্রবার দোহার থেকে বাসায় ফিরে। শনিবার বিকেলে শুনি, ওর লাশ পাওয়া গেছে প্রেমিকার বাসার সিঁড়িতে।”
তিনি আরও জানান, “খাদিজার বাবার মৃত্যু হয়েছে আগেই। ওর মামারা সম্পর্কটা মেনে নিতে পারছিলেন না।”
উল্লেখ্য, মাত্র ছয় দিন আগেই (১৯ অক্টোবর) পুরান ঢাকার আরেকটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল।
এমএ//