দেশজুড়ে

পরীক্ষার হলে বারবার কাশি দিয়ে ধরা চাকরিপ্রার্থী

ছবি: সংগৃহীত

পরীক্ষার হলে বারবার কাশি দিয়ে সেট কোডের সংকেত পাঠাচ্ছিলেন কৃষ্ণকান্ত রায় নামে এক পরীক্ষার্থী। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ওই প্রার্থীকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে হলের বাইরে যোগাযোগ করার জন্য দুটি ডিভাইস উদ্ধার করা হয় পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে দিনাজপুর শহরের কসবা এলাকায় কেরী মেমোরিয়াল হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হাবিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে।

জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত জানান, ঢাকার একটি জালিয়াত চক্রের মাধ্যমে তিনি ডিভাইসটি নেন। তাকে বলা হয়েছিল, প্রশ্নের সেট পদ্মাহলে কাশি দিয়ে ফোনের অপরপ্রান্তে সংকেত দিতে। কিন্তু তিনি বিষয়টি বুঝতে না পেরে বারবার কাশি দিতে থাকেন এবং ধরা পড়েন।

অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাবিবুল হাসান বলেন, ‘জালিয়াতির সঙ্গে জড়িত এক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে হাতে-নাতে ধরতে সক্ষম হয়েছি। পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে তার ভাইসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি বড় একটি চক্র। আমরা পুরো চক্রটি ধরতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের যথাযথ আইনের আওতায় আনতে কাজ শুরু করছি

এ ঘটনায় মামলা দায়ের হবে বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত,  কৃষ্ণকান্ত রায় জেলার বিরল উপজেলার রাজারামপুর গ্রামের আশুতোষ রায়ের ছেলে। তিনি গত বছর দিনাজপুর সরকারি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।  দিনাজপুর শহরে ফকিরপাড়া এলাকায় একটি ছাত্রাবাসে ভাড়া থাকতেন তিনি।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কাশি #চাকরিপ্রার্থী