বিনোদন

‘বিতর্কিত’ সেই ছবি নিয়ে এবার মুখ খুললেন সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক

ছোট পর্দার অভিনয়শিল্পী সামিরা খান মাহি ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিতর্কিত সেই ছবি ও বিতর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি।

নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়া সেই ছবিটি নিয়ে মাহি জানান, ছবিটি একটি নাটকের শুটিং সেটে তোলা হয়েছিল। তিনি বলেন, ‘ওহ গড! দ্যাট পিকচার। এটা অনেক বিতর্কিত একটা ছবি, কেন? এটার ব্যাখ্যা দিচ্ছি।

তিনি জানান, ছবিটি 'ভাত লাভার' নাটকের সেটে তোলা হয়েছিলো, যেটির পরিচালক ছিলেন সকাল আহমেদ এবং সহশিল্পী হিসেবে ছিলেন আরশ খান।

মাহি বলেন, ছবিতে আমি যে গ্লাসটা পরে আছি, ওটাও সকাল আহমেদের গ্লাস। এই সিনটাতে অফিসের একটা সিন ছিল তখন আমি বলছি, আমার একটা ছবি তুলো তো।

মাহির কথায়, ‘আমার কাছে কোনো চশমা ছিল না। আমি আমার ডিরেক্টরকে বললাম, ভাইয়া আপনার চশমাটা একটু দেন তো, একটা ছবি তুলবো। তো চশমাটা যখন পড়ছি, তখন আরশ আমাকে বলতেছিল, মাহি, তোমাকে কিন্তু সেই লাগতেছে! তো আমি বললাম, ভাইয়া আমার কয়েকটা ছবি তুলো। তখন আমি এরকম এরকম করে বিভিন্ন পোজে কয়েকটা ছবি তুলেছি।

বিতর্কের প্রসঙ্গে মাহি বলেন, ‘পরে এটা নিয়ে যা হলো, সেটা তো সবাই জানে। এটা অনেক কন্ট্রোভার্শিয়াল একটা টপিক হয়ে গেল। তবে আমি বলতে চাই যে ইচ্ছাকৃতভাবে এমন কোনো বিষয় হোক, সেটা আমার উদ্দেশ্য ছিল না।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিনোদন #সামিরা খান মাহি #নাটক #অভিনেত্রী