দেশজুড়ে

চিপসে ক্ষতিকারক রং, তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরির পাশাপাশি ক্ষতিকারক রং, রাসায়নিক হাইড্রোজ এবং খোলা লবণ ব্যবহারের অভিযোগে এক কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে রায়গঞ্জ উপজেলার রৌহা ধানগড়া এলাকায় অবস্থিত মেসার্স সোনার বাংলা পটেটো চিপস কারখানায় এ অভিযান চালানো হয়। জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, কারখানাটিতে চিপস তৈরিতে অনুমোদনবিহীন ও লেবেলবিহীন রং, রাসায়নিক হাইড্রোজ এবং খোলা লবণ ব্যবহার করা হচ্ছিল। একইসঙ্গে উৎপাদন পরিবেশও ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। 

এসব অপরাধে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত উপকরণ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান, টাস্কফোর্সের সদস্য, ক্যাবের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ #চিপস #চিপসে রং