গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অবস্থায় একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন ধরে যায়। আগুনে পুরো গাড়িটি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের জিএমএস টেক্সটাইল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যস্ত সড়কে হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত গাড়িটি থামিয়ে নামেন। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো অ্যাম্বুলেন্সে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও, সিএনজি সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় কেউ বেশি কাছে যেতে পারেননি।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, “আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।”
আই/এ