শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা, সরকারকে হুঁশিয়ারি

বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা আগামীকাল সোমবার (২০ অক্টোবর) শহীদ মিনারে আমরণ অনশনশিক্ষক সমাবেশকর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। দাবি আদায়ে সরাদেশে চলমান কর্মবিরতিও চলবে। আন্দোলনে বাধা দিলে যে অশান্তি তৈরি হবে, তার দায় পুরোপুরি সরকারকে নিতে হবে

রোববার (১৯ অক্টোবর) রাতে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই কর্মসূচি ঘোষণা করেন

তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন চলবে। আগামীকাল থেকে দেশের কোনো শিক্ষক শ্রেণিকক্ষের পাঠদান বা প্রশাসনিক কাজ করবেন না। পরীক্ষার ডিউটি, অফিস ফাইল, সবকিছুই বন্ধ থাকবে।

দেলাওয়ার হোসেন আজিজী  বলেন, শিক্ষা উপদেষ্টা ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করেছি। তার প্রতি আমাদের কোনো আস্থা নেই। আমাদের আন্দোলন চলবে, প্রয়োজনে জাতীয়করণের এক দফা আন্দোলনে রূপ নেবে।

এর আগে বিকেলে রাজধানীর মাজার রোড এলাকায় ভুখা মিছিলে বাধা-পরবর্তী অবস্থান কর্মসূচিতে এ শিক্ষক নেতা বলেন, চাঁদপুরে ৪০০ শিক্ষকের একটি লঞ্চ আটকে দেওয়া হয়েছে, গাজীপুর ও টাঙ্গাইলেও শিক্ষকরা বাসে আটকে পড়েন। এই পরিস্থিতিকে কেন্দ্র করে শিক্ষকদের যে ধরনের হেনস্তা করা হয়েছে, তার দায় সরকারকেই নিতে হবে।

অধ্যক্ষ আজিজী বলেন,  শিক্ষকদের দাবি বাস্তবায়নের জন্য মাত্র ৩৪ কোটি টাকা প্রয়োজন, যা প্রশিক্ষণের তহবিল থেকে স্থানান্তর করা সম্ভব। এছাড়া প্রয়োজনে পরবর্তী বাজেটের মাধ্যমে বাকি অর্থ দেওয়া যাবে।

তিনি আরও বলেন, শিক্ষকরা দেশের নির্বাচনের প্রধান স্টেকহোল্ডারপ্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসারসহ নির্বাচনের প্রায় ৮০ শতাংশ দায়িত্ব শিক্ষকেরাই পালন করেন। জামায়াত, এনসিপি এবং বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #শিক্ষক