জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, তারা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) বাড়ি ভাতা পাবেন।

রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভাতা প্রদান কিছু শর্তসাপেক্ষে কার্যকর হবে।

শর্তসমূহের মধ্যে উল্লেখযোগ্য:

১. বাড়ি ভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় করতে হবে।

২. সংশ্লিষ্ট এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর নিয়ম মেনে নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রেই এ ভাতা প্রযোজ্য হবে।

৩. ভাতা বৃদ্ধির কারণে কেউ পূর্বের সময়ের জন্য কোনো বকেয়া দাবি করতে পারবেন না।

৪. অর্থ প্রদানে সকল সরকারি আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।

৫. ভবিষ্যতে কোনো অনিয়ম প্রমাণিত হলে বিল অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

অর্থ মন্ত্রণালয় জানায়, এ সিদ্ধান্ত আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এমপিওভুক্ত শিক্ষকরা ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধিসহ চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #এমপিওভুক্ত #এমপিওভুক্ত শিক্ষক #শিক্ষক