সিরাজগঞ্জের রায়গঞ্জে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ফরিদুল ইসলাম ওরফে বিটকেল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত ফরিদুল ইসলাম রায়গঞ্জ উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের বাদশা শেখের ছেলে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ এর হেডকোয়ার্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদুল দীর্ঘদিন ধরে ওই প্রতিবন্ধী নারীকে চলাচলের পথে অশালীন ভঙ্গিতে উত্যক্ত করে আসছিল। গত ১ সেপ্টেম্বর দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে নারীকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নেয় এবং জোরপূর্বক ধর্ষণ করে।
পরে ভুক্তভোগী নারী ঘটনাটি তার মাকে জানালে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।
এর প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকা থেকে তাকে আটক করে র্যাব সদস্যরা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল অপরাধের কথা স্বীকার করেছে। তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আই/এ