২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন আজ শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত শুধু অনলাইনে। প্রতিটি বিষয়ে ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্নিরীক্ষণের আবেদন মাত্র অনলাইনে গ্রহণ করা হবে— শিক্ষা বোর্ড বা মন্ত্রণালয়ে সরাসরি আবেদন করার সুযোগ নেই।
শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন— https://rescrutiny.eduboardresults.gov.bd এই ঠিকানায়।
আবেদনের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করে জমা দিতে হবে। এরপর বিষয়ভিত্তিক আবেদন ও ফি প্রদান করা যাবে বিকাশ, নগদ, রকেট, সোনালী সেবা বা টেলিটক নম্বরের মাধ্যমে।
দ্বিপত্র বিশিষ্ট বিষয়ে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। ফি পরিশোধের পর আবেদন বাতিল বা সংশোধন করা যাবে না এবং কোনো অবস্থাতেই টাকা ফেরত দেওয়া হবে না।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবারে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এবারের এইচএসসিতে পাশের হার ৫৮ দশমিক ৮৩। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন।
এমএ//