দেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশের বিষয়ে সাম্প্রতিক গণমাধ্যম প্রতিবেদনকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংক জনসচেতনতামূলক সতর্কবার্তা জারি করেছে। বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে নগদ লেনদেনে সতর্কতা অবলম্বনের আহ্বান জানায়।
প্রজ্ঞাপনে বলা হয়, নোট গ্রহণের সময় নাগরিকদের অবশ্যই নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য—ওয়াটারমার্ক, নিরাপত্তা সুতা, উঁচু প্রিন্টিং, রঙ পরিবর্তনশীল কালি এবং মাইক্রো টেক্সট—সতর্কভাবে যাচাই করতে হবে।
বাংলাদেশ ব্যাংক বড় অঙ্কের আর্থিক লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের পরামর্শ দিয়েছে এবং যেখানে সম্ভব ডিজিটাল লেনদেন ব্যবহারের আহ্বান জানিয়েছে।

সন্দেহজনক নোট পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বা ৯৯৯ নম্বরে ফোন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
‘সত্যিকারের নোট চিনুন—নিরাপদ লেনদেন নিশ্চিত করুন’—এই স্লোগান তুলে ধরে বাংলাদেশ ব্যাংক জানায়, আসল নোট শনাক্তের নির্দেশিকা কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এছাড়া, দেশের সব ব্যাংক শাখায় আসল নোটের বৈশিষ্ট্যসম্বলিত ব্যানার ও পোস্টার প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, জাল নোট তৈরি, সংরক্ষণ ও লেনদেন সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। জাল নোটের বিস্তার রোধে ব্যাংক ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
এমএ//