সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার, নৈতিক দিক ও বাস্তব প্রয়োগ নিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “এআই ফর ডিজিটাল জার্নালিজম” শীর্ষক কর্মশালা।
সোমবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিদ্দেশ্বরী ক্যাম্পাসের কনফারেন্স রুমে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের আয়োজনে এবং নেটকম লার্নিং বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ভয়েস অব আমেরিকার সাংবাদিক ও নেটকম লার্নিং বাংলাদেশের মেন্টর অমৃত মলঙ্গী বলেন, “শুধু সাংবাদিক হলেই হবে না; আপনাকে গল্প বলার কৌশল জানতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সংবাদ উপস্থাপন আরও কার্যকর ও আকর্ষণীয় করা সম্ভব।”
তিনি শিক্ষার্থীদের ভালো ও খারাপ প্রম্পটের পার্থক্য বোঝান এবং জোর দিয়ে বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তাকে ফলপ্রসূ করতে হলে সেটিকে প্রেক্ষাপট বুঝিয়ে দিতে হয়। তবে তথ্য যাচাইয়ের দায়িত্ব সবসময় সাংবাদিকের।”
নেটকম লার্নিংয়ের প্রশিক্ষক মো. তানভিন খান শিক্ষার্থীদের বিভিন্ন এআই টুলসের সঙ্গে পরিচিত করান এবং সেগুলো শিক্ষাজীবনে ব্যবহার করতে উৎসাহিত করেন।
উদ্বোধনী বক্তব্যে সহকারী অধ্যাপক সামিয়া আসাদী কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার এবং সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
বিভাগের সমন্বয়ক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সাংবাদিকতায় এআই বিষয়ক একটি নতুন কোর্স চালুর প্রস্তাব ইতিমধ্যে দেয়া হয়েছে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা ও শবনম জান্নাত, প্রভাষক সোহেল হোসেন ও ফারিয়া জাহানসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
এমএ//